রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ডে ৫ শ্রমিক গুরুতর জখম হল মহেশতলাযায়
বেস্ট কলকাতা নিউজ : বিধ্বংসী অগ্নিকাণ্ডে গুরুতর আহত হল ৫ জন শ্রমি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার রাসায়নিক কারখানা। এমনকি জানা যায় এই অগ্নিকাণ্ডের জেরে তারা কারখানার ভেতরে কিছু সময়ের জন্য আটকে পড়ে বলেও। পরে দমকলের কর্মীরা তাদের উদ্ধার করে বেশ কিছুক্ষণের চেষ্টায়।
জানা গেছে ,আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আশপাশের গুদামের শ্রমিকরা বিকট শব্দ পান রাসায়নিক কারখানা থেকে। আরও দেখতে পান কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে সমগ্র এলাকা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। তবে আগুন কার্যত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই। কার্যত দাউদাউ করে জ্বলে ওঠে গোটা রাসায়নিকের কারখানা। যাতে পাশের গুদামে আগুন ছড়িয়ে না পরে আধিকারিকরা সেই ব্যবস্থা করেন। বের করে আনা হয় এমনকি সেখানকার শ্রমিকদেরও। শেষ মুহূর্তের পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে ঘটনাস্থলে রয়েছে দমকলের ৪ টি ইঞ্জিন। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি । রাসায়নিক কারখানা হওয়ার কারণেই দ্রুত ছড়াচ্ছে আগুন। এমনকি কর্মীদেরও রীতিমতো বেগ পেতে হচ্ছে পরিস্থিতির মোকাবিলায়।