মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ আর কিছুক্ষণের মধ্যেই , রাজ্যের হিংসা নিয়ে রাজ্যপালের টুইট তার ঠিক আগেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আর এক ঘণ্টাও বাকি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণ করবেন তৃতীয় বারের মুখ্যমন্ত্রী হিসেবে। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, অরুপ বিশ্বাস-সহ দলীয় নেতারা রাজভবনে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। নেত্রী নিজেও রওনা দিয়েছেন এমনকি কালীঘাটের বাড়ি থেকে। সঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর। ভোটের ফলাফল প্রকাশ হয়েছে ২ তারিখে টানটান উত্তেজনায়।তৃণমূলও জিতে গেছে নানারকম জল্পনা উড়িয়ে দিয়ে।

এদিকে যতটা প্রত্যাশা করা গেছিল, বিজেপি খাতা বন্ধ করেছে তার থেকে অনেকটা কম আসনেই। তবে এর পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে এসেছে ভোট-পরবর্তী একাধিক হিংসার ছবি। বিজয়ী দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সন্ত্রাসের। বারবার সংযুক্ত মোর্চা ও বিজেপির তরফে দাবি করা হয়েছে, তারা বিপদের মুখে। কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ি, কোথাও মারধর করা হয়েছে তাদের রাজনৈতিক কর্মীদের। রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব- এই হিংসার বিরুদ্ধে সকলেই সরব হয়েছেন। এমনই পরিস্থিতিতে রাজ্যের হিংসা নিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, আর মমতার শপথ নেওয়ার কিছু আগেই তিনি তা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *