লোকাল ট্রেনের পর এবার দূর্ঘটনা ঘটলো চলন্ত মালগাড়ির বগি খুলে, ব্যাহত হল শিয়ালদা মেইন শাখায় ট্রেন চলাচল
বেস্ট কলকাতা নিউজ : ফের চলন্ত ট্রেনের বগি আলাদা হয়ে গেল কাপলিং খুলে গিয়ে । বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া-হাওড়া লোকাল ট্রেনের পর এদিন একটি মালবাহী ট্রেনের বগি আলাদা হয়ে যায় শিয়ালদহ মেইন শাখার কাঁচরাপাড়া স্টেশনে। যদিও কোনও দুর্ঘটনা ঘটেনি মালগাড়ির বগি আলাদা হওয়ায় । তবে এই ঘটনায় কাঁচড়াপাড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তারপর রেল আধিকারিকেরা বগি দুটিকে পুনরায় জুড়ে ফের ট্রেন চালু করান ঘটনাস্থলে গিয়ে। তবে কাপলিং খুলে বগি আলাদা হয়ে যাওয়ায় ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় মালগাড়িটি কাঁচড়াপাড়া স্টেশনের কাছেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এই ঘটনার জেরে শিয়ালদা মেইন শাখার আপ লাইনে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে কিছু সময়ের জন্য।
বৃহস্পতিবার সকালে কাঁচড়াপাড়া স্টেশনে ঢোকার মুখে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। রেল আধিকারিকেরা তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে আলাদা হয়ে যাওয়া বগিটিকে পুনরায় জোড়া লাগিয়ে ট্রেনটি চালু করেন ।