শক্তিশালী ‘বালাকোট বোমা’ কিনতে ভারত ৩০০ কোটির চুক্তি সম্পন্ন করছে ইজরায়েলের সঙ্গে
বেস্ট কলকাতা নিউজ : গত ২৬ ফেব্রুয়ারির ভোর রাত। পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করে ভারতীয় বায়ুসেনার মিরাজ-২০০০ যুদ্ধ বিমান বালাকোটের জঙ্গি ঘাঁটি গুলিতে আক্রমণ হানে। এক একটি জঙ্গি শিবির লক্ষ্য করে ইজরায়েলি স্পাইস ২০০০ বোমা নির্ভুল লক্ষে আঘাত করে ।মাত্র দেড় মিনিটের মধ্যেই বালাকোট এয়ার স্ট্রাইক সফল হয়েছে বলে দাবি করে কেন্দ্র। বালাকোট অভিযানের সাফল্যকে তুলে ধরে ভারত এ বার সঙ্গে সামরিক চুক্তি সম্পন্ন করতে চলেছে ইজরায়েলের । ৩০০ কোটি টাকার চুক্তিতে ইজরায়েলের থেকে একশোরও বেশি স্পাইস-২০০০ বোমা কেনা হবে বলে খবর বায়ুসেনা সূত্রে।ইজরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে ভারত। বায়ুসেনার সেকেন্ড-ইন কম্যান্ড জানিয়েছেন, এই স্পাইস বোমা যে কোনও উচ্চতা থেকেই নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত করতে পারে। ইজরায়েলের তৈরি এই বিশেষ বোমা দেশের সুরক্ষার কাজে আসবে আপদকালীন অবস্থায়।
বায়ুসেনার এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া দাবি করেন, প্রায় ১০০০ কেজির মতো স্পাইস-২০০০ বোমা ফেলা হয় বালাকোটের জঙ্গি শিবিরগুলিতে। অপারেশন চালায় ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান। এক একটি স্পাইস বোমাতে প্রায় ৮০ কেজির মতো বিস্ফোরক ভর্তি করা থাকে।বোমার কম্পিউটার নিয়ন্ত্রিত সামনের অংশ লক্ষ্য ঠিক করে। পিছনে থাকে বিস্ফোরক। শক্তিশালী এই স্পাইস বোমার আঘাতেই অন্তত ৩০০ জঙ্গির মৃত্যু হয়।