গ্যাস সিলিন্ডারে মদ পাচার বিহারে! গ্রেফতার ১ জন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মদ পাচার এলপিজি সিলিন্ডারের ভিতরে লুকিয়ে ! বিহারের মদ পাচারকারীরা এমনই এক পন্থা নিল সাধারণের চোখে ধুলো দিতে৷ ঘটনাটি ঘটেছে পটনার কদমঘাটের ৷ মঙ্গলবার স্থানীয় পুলিশ প্রশাসন এই ঘটনার কথা প্রকাশ্যে আনে ৷ একটি সিলিন্ডারের ভিতর থেকে প্রায় ৫০ লিটার মদ উদ্ধার করা হয়েছে৷ আরো জানা গিয়েছে, মদ পাচার করা হচ্ছিল সিলিন্ডারের নিচের অংশকে কেটে তার ভিতরে ঢুকিয়ে৷

মদপাচারের খবর পেয়ে, পুলিশ কদমঘাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তি ভূষণ রাইকে গ্রেফতার করেছে ৷ বিহার সরকার সম্প্রতি সংশোধন করেছে মদ সহ ধরা পড়ার ক্ষেত্রে তাদের জরিমানার হার৷ বিহারে প্রথমবার মদ সহ ধরা পড়লে যে জরিমানা ধার্য হয়, সেখানেও সংশোধন করা হয়েছে ৷ বিহার বিধানসভায় এটি পাশ করানো হয়েছে আইন হিসেবে ৷ সেখানে বলা হয়েছে, প্রথমবার কেউ মদ সহ ধরা পড়লে ধৃত জরিমানা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে ৷

প্রথমবার মদ সহ ধরা পড়লে ২-৫ হাজার টাকার মধ্যে জরিমানা করা হবে ৷ আর তার পরে ফের ধরা পড়লে পাচারকারীর একমাসের জেল হবে৷ জরিমানা সহ শাস্তির কড়াকড়ি করা হয়েছিল প্রথমবার বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর ৷ প্রথমবার ৫০ হাজার টাকা জরিমানা করা হতো মদ সহ ধরা পড়লে ৷ সেটি হতো ২০১৮ সালের সংশোধিত আইন অনুযায়ী ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *