মোদীর ডাকা নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লিতে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লিকে চিঠি দিয়ে এ কথা জানিয়ে দেওয়া হল । আগামী ১৫ জুন দিল্লিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের নিয়ে নীতি আয়োগের বৈঠক ডেকেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠক আয়োজিত হবে রাষ্ট্রপতি ভবনে।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নীতি আয়োগের কোনও আর্থিক ক্ষমতা নেই। রাজ্যের উন্নয়নে কোনও ভূমিকা নিতে পারে না নীতি আয়োগ। শেষ সাড়ে চার বছরে এই একই ছবি দেখা গিয়েছে।প্রথম মোদী সরকারের আমলেই প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ গঠন করা হয়। দিল্লি সূত্রে জানা গিয়েছে এ বারের বৈঠকে কৃষি ও কৃষকদের বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।

মোদীর ডাকা বৈঠকে প্রায়ই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যানই না। হয় অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র কিংবা অন্য কোনও প্রতিনিধিকে পাঠিয়ে দেন। গত কয়েক বছরে নীতি আয়োগ ও জাতীয় উন্নয়ন পর্ষদের বেশিরভাগ বৈঠকেই যাননি বাংলার মুখ্যমন্ত্রী। তবে গত বছর একটি বৈঠকে গিয়েছিলেন। বৈঠকের আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে কেরালা হাউসে বৈঠকও করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *