শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড মধ্যরাতে ! আস্ত গোডাউন পুড়ে ছাই হল আগুনের ভয়াবহ লেলিহান শিখায়
বেস্ট কলকাতা নিউজ : শহর কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্য রাতে । এবার ঘটনাস্থল বালিগঞ্জ। জানা গেছে গতকাল রাত ১টা নাগাদ আগুন লাগে দক্ষিণ কলকাতার শিশুমঙ্গল হাসপাতালের ঠিক উল্টোদিকে মতিলাল নেহরু রোডের একটি ডেকোরেটারসের গোডাউনে। এদিকে লেলিহান আগুনের শিখা ততক্ষনে প্রায় খেয়ে ফেলেছে গোডাউনটিকে, সেই সময় তা নজরে আসে স্থানীয়দের। তড়িঘড়ি খবর দেওয়া হয় এমনকি দমকলকে।

জানা গিয়েছে, দমকল আসার অপেক্ষা না করেই আগুন নেভাতে উদ্যত হন স্থানীয় বাসিন্দারাই । এরপর ঘটনাস্থলে দমকল বাহিনী এসে পৌঁছলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ গোডাউন। আরও জানা গিয়েছে, দমকলের মোট ১২টি ইঞ্জিনের প্রচেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসেএই ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর মেলে দমকল সূত্রে। কিন্তু কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই নিয়ে মেলেনি কোনও তথ্য। দমকল সূত্রে জানা গিয়েছে, গোডাউনের অন্দরে প্রচুর পরিমাণ বাঁশ, কাঠ, কাপড়ের মতো দাহ্য পদার্থ মজুত করে রাখায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। সামনেই আবার শিশু মঙ্গল হাসপাতাল। ফলত, ঝুঁকি যে অনেকটাই ছিল, সেই নিয়ে কোনও সন্দেহই নেই। তাই খবর পেতেই দ্রুত ছুটে যায় বাহিনী। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও লেলিহান আগুনে সব শেষ হয়ে যায় বলে জানা যায় দমকল সূত্রে। পাশাপাশি, গোডাউনের অন্দরে অগ্নি নির্বাপক কোনও ব্যবস্থা ছিল কিনা তাও তদন্ত করে দেখছে তারা।