শহর শিলিগুড়িতে একটি টোটোর মধ্যে বসছেন ৮ থেকে ১০ জন, সম্পূর্ণ নির্বাক প্রশাসন
শিলিগুড়ি : একটি টোটোর মধ্যে যেখানে চার পাঁচ জনের বেশি ওঠা যায় না এখানে একটি টোটোর মধ্য ৮ থেকে ১০ জনকে নিয়ে এগিয়ে চলছে টোটো। টোটো চালকের যুক্তি আমাদের কিছু করার নেই , কেউ যদি বসে যেতে পারে তবে আমাদের আর কি করার আছে? কিন্তু এইভাবে যেনতেন প্রকারে টোটোর মধ্যে উঠে গিয়ে একটা অরাজকতা সৃষ্টি করেছেন টোটো যাত্রীরা। এদিকে টোটো চালকরা জানায় আমরা না করলেও শোনে না, বারে বারে টোটোর মধ্যে উঠে যায়। শিলিগুড়ির মুখ্য রাস্তা গুলিতে টোটো গুলিকে মূলত এইভাবে যাতায়াত করতে দেখা যায়। সবচাইতে বড় অবাক করা বিষয় টোটো চালকদের আটকাতে চাইছেন না কেউ। অনেকেই জানিয়েছেন কিছুই করার নেই সবাইকেই তাড়াতাড়ি যেতে হবে, অথবা পৌঁছাতে হবে।


