শহর শিলিগুড়ির উন্নয়নের জন্য এক বিশেষ বৈঠক করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী
শিলিগুড়ি : শহর শিলিগুড়ির উন্নয়নের লক্ষ্যে শিলিগুড়ির মহাকুমা পরিষদ হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক হলো পরিবহন মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তীর উপস্থিতিতে ।এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুরিওয়াল। পরিবহনমন্ত্রী এদিন জানান শিলিগুড়ি শুধুমাত্র উত্তরবঙ্গই নয় গোটা রাজ্যের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ শহর। যেখানে পরিবহন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই আগামী দিনে শিলিগুড়ির উন্নয়নের কথা মাথায় রেখে বেশ কিছু কাজ আমাদের করতে হবে। শিলিগুড়ির আশেপাশে এবং এলাকার বাইরে থেকে যাতে সহজেই পরিবহন ব্যবস্থাকে সচল করা যেতে পারে সেটা আমাদের দেখতে হবে।

পরিবহন মন্ত্রী এদিন আরও জানান এখন বাইপাস এবং আন্ডার পাস গুলো বেশ কাজের, তাই যাতে সহজেই যাতায়াত করা যায় সেগুলো আমাদের দেখতে হবে। রাত্রিবেলা যানবাহনের একটা বিশাল সমস্যা আছে, কয় কি রাস্তার উপর নির্ভর করে চলে যানবাহন সেটা আমাদের দেখে নিতে হবে। কম সময়ের মধ্যে যান চলাচল কে আরো সচল করে তুলতে হবে, দুই লেন এবং ফোর লাইনের কাজ চলছে। এদিকটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শিলিগুড়ি মাধ্যমে উত্তরবঙ্গের সমস্ত জায়গায় যান চলাচল করে, তাই শিলিগুড়ির উন্নয়ন হলেই উত্তরবঙ্গে অন্যান্য জায়গার উন্নয়ন হবে। এটা আমাদের দেখতে হবে । এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাপতি অরুন ঘোষ, তৃণমূল নেত্রী এবং প্রাক্তন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকরাও ।