ইলশেগুঁড়ি বৃষ্টি আষাঢ়ের শুরুতেই , দাম এখনো আকাশছোঁয়া বাজারে টাটকা ইলিশ এলেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইলশেগুঁড়ির বৃষ্টি শুরু হয়েছে আষাঢ়ের শুরুতেই।অবশেষে বাজারে এল টাটকা ইলিশ। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন বাজারে ঢুকতে শুরু করেছে সেই মাছই।এই প্রসঙ্গে মানিকতলা বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু দাস জানান, “বাজারে মাছ ঢুকতে শুরু করেছে মঙ্গলবার থেকে । তবে অল্প পরিমাণে। সেক্ষেত্রে , দাম অনেকটাই বেশি। ১ কেজির বেশি মাছের দাম ১৫০০ টাকা। প্রথম দিনে যদিও চাহিদা সেভাবে ছিল না।”

এখন আপাতত বাজারে নেই ঠান্ডা ঘরের মাছ। যা রয়েছে টাটকা মাছ।কোলে মার্কেটের এক ব্যবসায়ী জানান, মাছ এলেও তা খুবই সামান্য পরিমাণে। তবে, টাটকা মাছের চাহিদা তো থাকেই। কিন্তু, এখন শুরুর দিক। চাহিদা বাড়বে ধীরে ধীরে ।প্রথমদিন মাছ কিনে এক বিক্রেতা জানান, শুরুর দিকে একটু হুজুগ বেশি। শুনলাম মাছ এসেছে একদম টাটকা। তাই, একটা কিনে নিলাম। তবে, দাম খুবই বেশি। ঠান্ডা ঘরের মাছও কিনেছিলাম ১৫০০ থেকে ২০০০ টাকা কেজিতে। আশা করি, দাম কিছুটা কমবে যোগান বাড়লে।

সম্প্রতি, কিছু ইলিশ ভর্তি ট্রলার এসেছে কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার এলাকায়।গত বছর দুই দফায় ৪,৬০০ মেট্রিকটন ইলিশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ সরকার। যদিও, প্রতিশ্রুতি দেওয়া হলেও যোগান কম থাকায় আমদানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *