শিলিগুড়িতে একটি টোটোর মধ্যে বসছেন ৮ থেকে ১০ জন, সব দেখেও সম্পূর্ণ নির্বাক প্রশাসন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : একটি টোটোর মধ্যে যেখানে চার পাঁচ জনের বেশি ওঠা যায় না এখানে একটি টোটোর মধ্য ৮ থেকে ১০ জনকে নিয়ে ক্রমাগত এগিয়ে চলছে টোটো। এদিকে টোটো চালকের যুক্তি আমাদের কিছু করার নেই , কেউ যদি বসে যেতে পারে তবে আমাদের আর কি করার আছে? কিন্তু এইভাবে যেনতেন প্রকারের টোটোর মধ্যে উঠে গিয়ে একটা চরম অরাজগতা সৃষ্টি করেছেন টোটো যাত্রীরা। আবার টোটো চালকরা জানান আমরা না করলেও শোনে না, বারে বারে টোটোর মধ্যে উঠে যাচ্ছে। শিলিগুড়ির প্রধান প্রধান রাস্তা গুলিতে টোটো গুলিকে এইভাবে যাতায়াত করতে দেখা গেছে। সবচাইতে বড় অবাক করা বিষয় টোটো চালকদের আটকাতে চাইছেন না কেউ। অনেকেই জানিয়েছেন কিছুই করার নেই সবাইকেই তাড়াতাড়ি যেতে হবে, অথবা গন্তব্যে পৌঁছাতে হবে। আবার এমনকি সব দেখেও সম্পূর্ণ নির্বাক প্রশাসনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *