শিলিগুড়িতে কি পাওয়া যাবে এবার পর্যাপ্ত আম? চরম সন্দিহান সাধারণ মানুষ
শিলিগুড়ি : ঝড় হলেও বৃষ্টি হয়নি, তাই আমের মৌসুম চলে আসলেও আম নিয়ে চরম সন্দিহান শিলিগুড়ির মানুষ। এবারে আম অনেকটাই কমেছে বলে মনে করছেন শিলিগুড়ির মানুষ। আম চাষিরা বলছেন বর্ষা অনেকটাই কমে গেছে শহর শিলিগুড়িতে। ঝড়ে আমের মুকুল অনেকটাই ঝরে গেছে। ফলে অনেক আমের ফলন নষ্ট হয়ে গেছে বলে দাবি করছেন চাষীরা। তারা আরো জানিয়েছেন আমের ফলন কমে যাওয়ায় চিন্তায় আছেন তারা। এমনকি আম চাষীদের অনেকেই হতাশ হয়ে পড়েছেন। এদিকে কিভাবে আমের ফলন বাড়বে সেটা তাদের কাছে এক চিন্তার বিষয়। তবে শিলিগুড়িতে মানুষ পছন্দ করেন আম, তাই ফলন ভালো হলে লাভ তাদেরই এমনটাই জানান তারা।
