শিলিগুড়িতে জোর প্রতিবাদ প্রতিবাদী ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের, কোন বাংলাদেশি রোগী দেখবেন না, এমনটাই জানালেন তিনি
শিলিগুড়ি : শিলিগুড়িতে ইতিমধ্যেই প্রতিবাদ শুরু হয়েছে ডাক্তারদের , আর তারপরই প্রথম প্রতিবাদ শুরু করলেন শিলিগুড়ির শেখর বন্দ্যোপাধ্যায়, ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায় নাক, কান এবং গলা বিশেষজ্ঞ। তার চেম্বারের বাইরে লেখা আছে যেভাবে ভারতের পতাকাকে অপমান করেছে, বাংলাদেশিরা , তার প্রতিবাদে তিনি কোন রোগী দেখবেন না যারা বাংলাদেশ থেকে আসছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন , ট্যাবলেট দেশের জাতীয় পতাকা আমাদের মাতৃ সম। আমাদের মাকে কেউ আঘাত করলে আমরা কোনভাবেই সেটা মেনে নেব না। তাই আপাতত আমার চেম্বারে কোন বাংলাদেশী রোগী দেখা হবে না।
এদিকে ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে শিলিগুড়ি ডাক্তার মহল। এমনকি আরো বহু ডাক্তার এবং নার্সিংহোম বাংলাদেশের রোগী দেখা বন্ধ করে দেবেন বলে মনে করা হচ্ছে। ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায় এও জানান , প্রত্যেক নাগরিকের উচিত অন্যান্য দেশের পতাকাকে সম্মান করা, বাংলাদেশ সেই যোগ্যতা হারিয়েছে, তাই আপাতত তিনি তাদের কোন চিকিৎসা করবেন না বলেও জানান তিনি।