শিলিগুড়িতে বহুতলের গায়ে ইলেকট্রিক পোল, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ৪৭ নম্বর ওয়ার্ডে
শিলিগুড়ি : বহুতলের গায়ে সেঁটে রয়েছে ইলেকট্রিক পোল। আর যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে। তবে কতদিন ধরে এইভাবে ওই ইলেকট্রিক পোলটি বহুতলের গায়ে সেটে লাগানো সেটা কেউ বলতে না পারলেও অনেকেই জানান বহুতল বানানোর আগের থেকেই ওই ইলেকট্রিক পোলটি লাগানো ছিল। এমনকি ওয়ার্ড কাউন্সিলরকে ফোন করলে অবশ্য এর কোন উত্তর পাওয়া যায়নি। কিভাবে ওই বহুতলের গায়ে ইলেকট্রিক পোলটি ওইভাবে এতদিন চালানো হলো এটাই অবাক করেছে সকলকে। এদিকে অনেকেই জানিয়েছেন মানে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যেকোনো সময় ওইভাবে পোলটির থেকে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। যতটা তাড়াতাড়ি সম্ভব হোক ওই পোল ওই এলাকা থেকে সরানো উচিত। মানে ওই জায়গা থেকে সরানো উচিত। এই নিয়ে এদিন গোটা ওয়ার্ডেও ক্ষোভ এবং চাঞ্চল্য দেখা দেয়। অনেকেই জানান এইভাবে অবৈধ কার্যকলাপ চলতে চলতে গোটা ওয়ার্ডে একদিন ছেয়ে যাবে। তড়িঘড়ি কোনো ব্যবস্থা নিক প্রশাসন।


