নবান্ন পুলিশকে আরও কড়া হওয়ার নির্দেশ দিলো রাত ৯টা থেকে ! শাস্তির নিদান এমনমকি কোভিড বিধি ভাঙলেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ রাজ্যে করোনা সংক্রমণ কমলেও এখনও তা চলে যায়নি পুরোপুরি ভাবে। এর উপর ফের আশঙ্কা রয়েছে তৃতীয় ওয়েভ আছড়ে পড়ার। ফলে গবেষকরা সাবধান হওয়ার কথা বলছেন এখন থেকেই। কিন্তু সে কথা শুনছেন না অনেকেই। একরকম করোনা বিধিকে অম্যান্য করেই চলছে দেদার মজা ও হুল্লোড়। রাজ্যের তরফে কড়া নির্দেশিকা জারি করা হয় গত কয়েকদিন আগেই। বিশেষ করে কড়া বিধিনিষেধ মানার কথা বলা হয় রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত। সেই মতো নাকা চেকিং চালানোর কথা বলা হয় পুলিশকেও। কিন্তু অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না বলেই।

সাধারণ মানুষ এমনকি রাস্তায় বের হচ্ছেন করোনা বিধিকে উপেক্ষা করেই। বিভিন্ন হোটেল-রেস্তোরাও এদিকে করোনা বিধিকে অমান্য করছে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গেও। সেগুলি খোলা থাকছে এমনকি গভীর রাত পর্যন্ত। ফলে সেই জায়গা গুলিতে মানুষজনও ক্রমশ ভিড় জমাচ্ছেন। ফলে নতুন করে ফের একবার আশঙ্কা তৈরী হয়েছে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার। আর নবান্নের তরফে রাজ্য পুলিশ প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ সেই আশঙ্কা থেকেই। আজ মঙ্গলবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন এ রাজ্যের মুখ্যসচিব। সেখানে আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারদেরও। শুধু তাই নয়, বিধানও দেওয়া হয়েছে প্রয়োজনে কড়া শাস্তি দেওয়ারও। নবান্ন মনে করছে শুধু কলকাতা নয়, একই অবস্থা জেলাগুলিতেও। সেখানেও অবাধ ঘরাঘুরি চলছে করোনা বিধিকে একরকম বুড়ো আঙুল দেখিয়ে। সমস্ত কিছু চলছে এমনকি রাত ৯টার পরেও। আর সেদিকে তাকিয়েই জারি করা হয়েছে এই কড়া নির্দেশিকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *