শিলিগুড়ির হায়দার পাড়ায় বহু তলে অগ্নিকান্ড , দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভালো দমকল
শিলিগুড়ির : শিলিগুড়ির হায়দার পাড়াতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বহুতলে আগুন লাগাকে কেন্দ্র করে। এদিন ঠিক সকাল ১১:০০ টায় ভয়াবহ আগুন লাগে শিলিগুড়ির হায়দার পাড়ার একটি বহুতলে। আগুন লাগার কারণ জানা না গেলেও বাসিন্দাদের অনুমান শর্ট সার্কিট থেকেই বহুতলে এই আগুন লেগেছে বলে। ওই বহুতলে বাড়ির মালিক এবং ভাড়াটিয়া মিলিয়ে প্রায় কুড়িজন থাকেন। আরো অনুমান মেন মিটার থেকেই এই আগুন লাগে বলে। আগুন লাগার পরে বাসিন্দারা উত্তেজিত হয়ে ছোটা ছুটি আরম্ভ করে, পাশের থেকে দমকলে ফোন করলে, প্রথমে একটি ইঞ্জিন এসে আগুন নেভাতে না পেরে , পরে আরো দু তিনটি ইঞ্জিন আসে। তাদের দেড় ঘন্টায় চেষ্টায় আগুন অবশেষে আয়ত্তে আসে। আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি ঘরের আসবাবপত্র এবং মূল্যবান অনেক জিনিস। ঘটনাস্থলে আসেন এলাকার কাউন্সিলর, এবং স্থানীয় নেতৃত্ব।