শিলিগুড়ি পুরনিগমের বিশেষ উদ্যোগে পালিত হল মাইকেল মধূসুদন দত্তের দ্বিশত বার্ষিকী জন্মদিবস
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের বিশেষ উদ্যোগে শিলিগুড়ি পুরসভাস্থিত হলঘরে পালিত হল মাইকেল মধূসুদন দত্তের দ্বিশত বার্ষিকী জন্মদিবস। এদিন সকালে মেয়র গৌতম দেব এই বিখ্যাত কবির স্মৃতিচারন করতে গিয়ে তার বিভিন্ন বই নিয়ে আলোচনা করেন। মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন কথা নিয়ে আলোচনা করা হয়। তার বিভিন্ন কথা এবং তার বিভিন্ন কবিতা নিয়েও আলোচনা করেন মেয়র গৌতম দেব। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা। মেয়র এদিন জানান আমাদের কাছে কবি মাইকেল মধূসুদন দত্তের কবিতা এক উজ্জ্বল সম্পদ হয়ে আছে। তার কথা এবং তার লেখা কবিতা আজকে সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। তার “অমৃতাক্ষর ছন্দ ” আমাদের কাছে আজকেও বিস্ময়কর। তাই আজকে শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের দিনটিকে পালন করা হল। উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দারা মাইকেল মধূসুদন দত্তের কবিতা পাঠ করে শোনান।