শৈত্যপ্রবাহের সর্তকতা জারি হল কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১২টি জেলায়
বেস্ট কলকাতা নিউজ : শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১২ টি জেলায়। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদে প্রবল শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করল আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে আগামী দু’দিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে স্বাভাবিকের থেকেও। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত থাকবে আগামী দু’দিন ধরে। স্বাভাবিকের নিচে থাকবে দিনে ও রাতের তাপমাত্রা । অনুকূল পরিস্থিতি রয়েছে শীতের জন্য। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকবে । কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে দৃশ্যমানতা কম থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ।