সঠিক পরিকল্পনা প্রয়োজন চিনা দ্রব্য বয়কটের ক্ষেত্রে , এমনটাই মনে করেন জাতীয় বাণিজ্যিক সংস্থা
বেস্ট কলকাতা নিউজ : একটি জাতীয় বাণিজ্য সংস্থা প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাল চিনা দ্রব্য বয়কটের আবহেই।এমনকি চিনা দ্রব্য বয়কটের পক্ষে সম্মতি জানিয়ে তারা এও জানায়, চিনা দ্রব্য বয়কট করতে হবে সঠিক পরিকল্পনার সঙ্গেই। অন্তত চিনা দ্রব্য বয়কট করা যাবে না বিকল্প না পাওয়া পর্যন্ত।
এই বাণিজ্য সংস্থাটি কেন্দ্রের থেকে আর্থিক সাহায্যেরও দাবি জানায় অন্যান্য দেশ থেকে সামগ্রী আমদানির ক্ষেত্রেও। দ্য ফেডারেশন অফ অল ইন্ডিয়া ব্যাপার মণ্ডলের (FAIVM) তরফে আরও জানানো হয়, চিনা দ্রব্য আমদানি বন্ধে তারা একমত । তবে তার জন্য কমাতে হবে চিনা সামগ্রীর উপর নির্ভরশীলতাও। আর তা না হলে ব্যাপক প্রভাব পড়বে অন্তর্দেশীয় বাণিজ্যের ক্ষেত্রেও। মূলত প্রতিবছর চিন ভারতকে রপ্তানি করে ৭৪ বিলিয়ন অ্যামেরিকান ডলারের দ্রব্য সামগ্রী । FAIVM-র সাধারণ সম্পাদক ভিকে বনসাল প্রধানমন্ত্রীকে পাঠানো এই চিঠিতে উল্লেখ করেন , “যন্ত্রাংশ বা বৈদ্যুতিন সামগ্রীর আমদানি যদি বন্ধ করা হয় , সেক্ষেত্রে বড় ঘাটতি তৈরি হবে স্টকে। যা ব্যাপক ক্ষতি করতে পারে অন্তর্দেশীয় বাণিজ্যের ক্ষেত্রেও। “