সম্পূর্ণ বিনা পয়সায় চলছে পাঠশালা, শিক্ষার আলো জ্বলছে গাইঘাটা অঞ্চল জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এলাকার অধিকাংশ পরিবারই মৎস্যজীবী সম্প্রদায়ের। সকাল-সন্ধ্যা মাছ ধরার কাছে ব্যস্ত থাকেন স্বামী-স্ত্রী। সংসার চালাতে সন্তানের দিকে ঠিক মতো নজর দেওয়ার সময় টুকু তাঁদের নেই। যার জেরে এলাকায় বাড়ছিল স্কুলছুটের সংখ্যা। সেই সমস্ত পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েদের শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগ নিল এক দল তরুণ-তরুণী।

প্রত্যন্ত গ্রামের মধ্যে নিজেদের উদ্যোগে শুরু করলেন বিনা পয়সার পাঠশালা। সেখানে পড়ুয়ায়াদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ও অঙ্কন শেখানো হয়। সপ্তাহে 4 দিন চলে তাঁদের পাঠশালা। সেখানে আসা পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি শিক্ষার সরঞ্জামও দিচ্ছেন তাঁরা। প্রথম দিকে পড়ুয়ার সংখ্যা কম থাকলেও এখন ৫০ জন পড়ুয়া আসে এই বিনা পয়সার পাঠশালায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার শশাডাঙা পড়ুই পাড়ায় কয়েশো পরিবারের বসবাস। শশাডাঙা বাওড়ে মাছ ধরে তাঁদের সংসার চলে। বাবা, মা বাড়িতে না-থাকার কারণে এই এলাকার বহু পড়ুয়া স্কুল থেকে মুখ ফিরিয়েছে। স্কুলে না-গিয়ে খেলাধুলো আর মাছ ধরে বেড়ায় ৷

দু’বছর আগে ওই এলাকায় সমাজ সেবামূলক কাজে গিয়ে বিষয়টি নজরে পড়ে মাতৃস্নেহ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। সীমান্ত এলাকার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কাজ করা এই সংগঠনের সদস্যরা তখন সিদ্ধান্ত নেন পিছিয়ে পড়া এই সমস্ত ছেলে, মেয়েদের শিক্ষার মূলস্রোতে ফেরানোর। সেই থেকে শশাডাঙা বাওরের পারে একটি ঘরে ‘মাতৃ স্নেহ বিদ্যামন্দির স্কুল’ নামে বিনা পয়সার পাঠশালা শুরু করেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *