সারা দেশের সাথে শিলিগুড়িতেও পালন করা হলো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মতিথি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সারা দেশের সাথে শিলিগুড়িতেও পালন করা হলো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মতিথি । এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রা শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে সারা শিলিগুড়ি শহর প্রদক্ষিণ করে। এদিন এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন মহামান্য মেয়র গৌতম দেব, এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়াও শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলরেরা।

মেয়র গৌতম দেব এদিন জানান আমাদের জীবনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের একটা আলাদা অবদান আছে। যেভাবে তারা ধর্মকে সহজ এবং সরল পথে পরিচালিত করে এগিয়ে গেছেন সত্যি সেটা একটা দৃষ্টান্ত আমাদের কাছে। আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০ তম জন্মতিথি, আমাদের একটাই প্রার্থনা তার কাছে তিনি যেন আমাদের মাথার উপরে সব সময় থাকেন। তার আশীর্বাদ আমাদের ভীষণ ভাবে দরকার, আজকের দিনটি আমাদের কাছে প্রচন্ডভাবে স্মরণীয় হয়েথাকবে বলেও এদিন জানান মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *