স্কুলের মাঠেই হচ্ছে মেলা, তারই বিরুদ্ধে জোরালো প্রতিবাদ শিলিগুড়ি হিন্দি হাই স্কুলের ছাত্র এবং অভিভাবকদের
শিলিগুড়ি : স্কুলের মাঠে হচ্ছে ব্যবসায়িক কার্যকলাপ আর তারই বিরুদ্ধে প্রতিবাদে সামিল হল ছাত্র এবং অভিভাবকরা। জানা গেছে এদিন সকাল থেকে শিলিগুড়ি হিন্দি হাই স্কুল মাঠে ওই স্কুলের ছাত্র শিক্ষক এবং অভিভাবকেরা প্রতিবাদ শুরু করেন। তারা জানান স্কুলের মাঠে অবৈধভাবে বসানো হয়েছে মেলা। যার ফলে ঢুকতে প্রচন্ড সমস্যা তৈরি হয়েছে ছাত্র এবং অভিভাবকদের। তারা আরো জানান এইভাবে একটা স্কুলের মাঠে কিভাবে মেলা চালু করা হয় ? ছাত্র-ছাত্রীরা স্কুলের পর চলে যেতে বাধ্য হচ্ছেন। সারা মাঠ নোংরা হয়ে যাচ্ছে, অস্বস্তি বোধ করছেন শিক্ষকরা । সবার একই কথা স্কুলের মাঠে কিভাবে মেলা করানো হচ্ছে। আর অনুমতি বা কে দিচ্ছে? দিনের পর দিন এই পরিবেশ সৃষ্টি হয়েছে ? শিক্ষার অবমাননা হচ্ছে।

এদিন সকালে ব্যানার হাতে প্রতিবাদ করতে নেমে পড়েন সকলে। এমনকি প্রতিবাদ জানায় যারা মেলা পছন্দ করেন না তারাও। সকলের একই বক্তব্য একটা গুরুত্বপূর্ণ জায়গাতে কিভাবে মেলা করার অনুমতি দিচ্ছে প্রশাসন ? হিন্দি হাই স্কুল শিলিগুড়ি অন্যতম একটা ঐতিহ্যবাহী হাই স্কুল, এইখানে এইভাবে মেলা করা একেবারে অনুচিত। এতে স্কুলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তারা যদি মেলা বন্ধ না করেন তবে তারা আরো বড় আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। তারা এও জানায় প্রয়োজনে তারা আলোচনায় বসতে রাজি।