আচমকাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রশিক্ষণের সময়ে, প্যারাসুট-সহ বায়ুসেনাকর্মীর দেহ উদ্ধার বাঁকুড়ায়, বাড়ছে রহস্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্যারাসুট-সহ উদ্ধার বায়ু সেনা কর্মীর দেহ। মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। বুধবার সকালে বাঁকুড়ার একটি কারখানার পাশে প্যারাসুট-সহ গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বায়ু সেনাকর্মীকে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হয় বাঁকুড়ার বড়জোড়া থানায়। পুলিশ গিয়ে ওই সেনা কর্মীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি । পরে পুলিশ জানতে পারে, ওই বায়ু সেনা কর্মীর নাম চন্দ্রাকা গোবিন্দ। বছর একত্রিশের চন্দ্রাকার বাড়ি অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে। প্যারাসুটের যান্ত্রিক গোলযোগের কারণেই পড়ে গিয়ে বায়ুসেনা কর্মীর মৃত্যু নাকি, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখে। এমনকি শুরু হয়ে হয় তদন্ত।

পানাগড়ে বায়ু সেনার তরফে জানা গিয়েছে, পানাগড়ের অর্জুন সিং এয়ার ফোর্স স্টেশনে আইএনএস কর্ন বিভাগে কর্মরত ছিলেন ওই সেনা কর্মী। বুধবার ভোরে প্রশিক্ষণের সময় আচমকাই ওই সেনা কর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। বেলায় বড়জোড়া পুলিশ কাঁকসা থানার মাধ্যমে পানাগড়ের বায়ুসেনা ঘাঁটিতে খবর দিলে দ্রুত বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যান বায়ুসেনার কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *