স্বেচ্ছাসেবক হিসেবে সমাজের বিভিন্ন স্তরে সমাজসেবা মূলক কাজ করে রাষ্ট্রীয় প্রেরণা দূত অ্যাওয়ার্ড পেলেন শিলিগুড়ির বাসিন্দা সুনন্দন দে
শিলিগুড়ি : চলতি মাসের ৩ তারিখ বিহারের ছাপরাতে রাষ্ট্রীয় প্রেরণা দূত অ্যাওয়ার্ড ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ, গুজরাট, কেরালা, বিহার, উত্তরপ্রদেশ সহ ২২টি রাজ্য অংশগ্রহণ করে।সমাজের বিভিন্ন স্তরে সমাজসেবা মূলক কাজ যেমন বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, বস্ত্র বিতরণ, শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ, স্বচ্ছ ভারত অভিযান, নদী পরিচ্ছন্নতা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরষ্কার পান তিনি। তিনি জানালেন আমার কাজ যে এই জায়গাতে চলে এসেছে তাতেই আমি প্রচণ্ডভাবে খুশী। আমার এই কৃতিত্ব আমার পরিবারের সবার মধ্যে আমি ভাগ করে দিতে চাই। আমার পরিবারের লোকজন যদি আমার পাশে না দাড়াতো তাহলে আমি এই জায়গাতে আসতেই পারতাম না বলে জানালেন তিনি।