হঠাৎই দুলে উঠল মাথার উপরের ছাদ , কেঁপে উঠল পায়ের নীচের মাটি, ভূকম্পন অনুভূত হল গুয়াহাটি-সহ গোটা আসাম জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ যেন এক ভূমিকম্পের সপ্তাহ চলছে? কোথাও না কোথাও ক্রমাগত কম্পন ঘটেই চলেছে। কদিন আগেই ইন্দোনেশিয়ায় ভূকম্প ঘটল। এবার অসম। দিল্লি, কলকাতার পরে এবার অসম। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫। বুধবার রাত ২টো ২৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় গুয়াহাটি-সহ গোটা রাজ্যেই। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয় কমবেশি গোটা অসমেই। এর কয়েকদিন আগেই দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। ঘণ্টা তিনেকের মধ্যে ভূমিকম্প হয়েছিল বিহার, অসম ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে। দিল্লি ও বিহারে কম্পনের মাত্রা ছিল ৪। তারও আগে কলকাতায় অনুভূত হয়েছিল কম্পন। গত মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ কলকাতা এবং দক্ষিণবঙ্গে ভূমিকম্প হয়েছিল। কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশেও। উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলেমিটার গভীরে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *