অনলাইন ক্লাস বন্ধ অভাবের তাড়নায় , শিক্ষিকারাই কিনে দিচ্ছেন স্মার্টফোন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :ওরা সকলেই দুর্বল আর্থিক ভাবে। ওদের একটি বড় অংশ আবার প্রথম প্রজন্মের সাক্ষর। বাড়িতে স্মার্টফোন নেই পড়াশোনায় উত্‍সাহ থাকলেও। যদি বা থাকে, তা হলেও তা সামর্থ্য থাকে না সব সময়ে রিচার্জ করার।আর যার জেরে ওরা অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অতিমারির এই সময়ে ওদের ভবিষ্যতের কথা ভেবেই হাওড়া ময়দান এলাকার যোগেশচন্দ্র গার্লস হাইস্কুলের শিক্ষিকারা স্মার্টফোন কিনে দিচ্ছেন দরিদ্র পরিবারের এমন ১৯ জন ছাত্রীকে। এর পাশাপাশি তাঁরা মোবাইল রিচার্জ করিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ জন গরিব ছাত্রীর।

প্রসঙ্গত , করোনার সংক্রমণ চলছে গত এক বছরেরও বেশি সময় ধরে। স্কুলের শিক্ষিকারা আরও জানাচ্ছেন, বহু ছাত্রীরই পরিবারের আর্থিক অবস্থা বেশ শোচনীয় পর পর দু’বছর টানা অনেকটা সময় ধরে লকডাউন বা আংশিক লকডাউনের জেরে। বর্তমান পরিস্থিতিতে কাজ নেই অভিভাবকদের অনেকেরই। এই বিষয় স্কুলের প্রধান শিক্ষিকা শুভ্রা চক্রবর্তী জানান , ‘ আর্থিক ভাবে দুর্বল আমাদের ছাত্রীদের অনেকেরই পরিবার। কারও মা হয়তো কাজ করেন পরিচারিকার। বাবা দিনমজুর। অতিমারির সময়ে কাজ হারিয়েছেন তাঁদের অনেকেই। এই পরিস্থিতিতে ওঁদের পক্ষে অসম্ভব সন্তানের জন্য অনলাইনে পড়াশোনার ব্যবস্থা করা। স্মার্টফোন নেই বেশির ভাগেরই বাড়িতে। আমরা পঞ্চম থেকে নবম শ্রেণির ১৯ জনকে স্মার্টফোন কিনে দিচ্ছি এই ধরনের পরিবার থেকে আসা ছাত্রীদের কথা ভেবেই। এমনকি রিচার্জও করানো হবে ৩৩ জন ছাত্রীর মোবাইল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *