এ রাজ্যে চরম রক্ত সংকট করোনা আতঙ্কের জেরে , সমস্যার সম্মুখীন ক্রিটিকাল অপারেশন থেকে গর্ভবতী মহিলারা!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গ্রীষ্মকালে প্রতিবারই এমনিই রক্ত সংকট থাকে।ফলে বিভিন্ন ক্লাব এবং সংগঠনের তৈরি রক্তদান শিবির গুলিকে উৎসাহ দিয়ে সেখান থেকে রক্ত সংগ্রহ করা হতো।সরকার যখন করোনা আতঙ্কের জেরে জমায়েত নিষেধ করেছে, তখন উদ্যোক্তারাও বন্ধ করে দিয়েছে সমস্ত রক্ত দান শিবির এর যাবতীয় আয়োজন।আর যার জেরেই ইতিমধ্যে কমতে শুরু করেছে সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংক গুলিতে মজুত করা ইউনিট পরিমান রক্ত।যার ফল স্বরূপ এ রাজ্যে দেখা দিতে পারে চরম রক্ত সংকট।যার জেরে বন্ধ হয়ে যেতে পারে ক্রিটিকাল অপারেশন এবং বিপদে পড়তে পারেন গর্ভবতী মহিলারা, এমনটাই মনে করছেন রাজ্যের চিকিৎসক মহল।

সূত্রের খবর পশ্চিমবঙ্গে মোট ৬৪ টি সরকারি এবং বেশ কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাংক আছে,যেগুলি রাজ্যের মানুষকে বিনামূল্যে রক্তের যোগান দিয়ে যায় অনবরত ভাবে এমনকি তারা কখনো কখনো রক্তের যোগান দিয়ে থাকেন বিপদজনক পরিস্থিতিতেও।কিন্তু এবার সেই যোগানই প্রায় বন্ধ হতে বসেছে বলে দাবী রাজ্যের চিকিৎসক মহলের।স্বাস্থ্য দফতরের এক অধিকর্তা জানান বিভিন্ন রক্তদান শিবির এবং রুগীর পরিজন দের দেওয়া ডিরেক্ট পদ্ধতিতেই ব্লাড ব্যাংকের অধিকাংশ রক্তের যোগান হত ।কিন্তু করোনা আতঙ্কের জেরে সে যোগান এখন প্রায় বন্ধ হওয়ার মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *