হাসপাতালে এক ভয়াবহ আগুন, হুড়োহুড়িতে খুলে গেল অক্সিজেন মাস্ক, অবশেষে মর্মান্তিক মৃত্যু হল এক রোগীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মধ্যপ্রদেশের মোরেনা জেলা হাসপাতালে এক ভয়াবহ আগুন। পুরনো ভবনে আগুন লাগে বলে জানা যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে হাসপাতালের মূল অপারেশন থিয়েটার, বার্ন ইউনিট এবং সার্জিক্যাল ওয়ার্ডেও । যার জেরে মৃত্যু হয় এক রোগীরও । এদিকে পুলিশ জানায় বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ আগুন লাগে। দমকল বাহিনী ও হাসপাতালের কর্মীরা একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন ফলে পরিস্থিতি হাতের বাইরে যায়নি। তবে, আগুন ছড়িয়ে পড়তেই চরম আতঙ্কিত রোগীর পরিজনেরা দ্রুত তাঁদের প্রিয়জনদের উদ্ধার করতে ছোটেন হাসপাতালের ভিতরে। হুড়োহুড়ির মধ্যে এক রোগীর অক্সিজেন মাস্ক খুলে যায়। পুলিশ জানিয়েছে, তাঁকে যতক্ষণে উদ্ধার করে বাইরে বের করা হয়, ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে আরো জানা গেছে আগুনের পাশাপাশি ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতালের একাংশ। সার্জিক্যাল ওয়ার্ড ধোঁয়ায় ঢেকে গেলে সেখান থেকে ও ওয়ার্ড নম্বর ১-থেকে রোগীদের সরানো হয়। কয়েকজন রোগীকে আত্মীয়রা বাইরে নিয়ে যান, আবার কেউ কেউ নিজেরাই ড্রিপ খুলে টেনে হিঁচড়ে নিজেদের নিরাপদ স্থানে নিয়ে যান।হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকলেও, আগুন লাগার সময় কোনও অ্যালার্ম বা সাইরেন বাজেনি। ওই সময় হাসপাতালে প্রায় ১৫০ থেকে ১৭৫ জন রোগী ভর্তি ছিলেন। আবার সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতে পুলিশ সুপার দীপালি চন্দোরিয়া বলেন, ‘আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল, সেই সময় রোগীদের আত্মীয়রা হুড়োহুড়ি করে উদ্ধারকাজ শুরু করেন। বিশৃঙ্খলার মধ্যেই এক রোগীর অক্সিজেন মাস্ক খুলে যায় এবং দুঃখজনকভাবে উদ্ধার করার আগেই তাঁর মৃত্যু হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *