৯ জন শিল্পী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, শহর শিলিগুড়ির এক পূজা মন্ডপের সামনে দেখা গেল এমনি এক ছবি
বেস্ট কলকাতা নিউজ : শহর শিলিগুড়ির এক পূজা মন্ডপের সামনে গিয়ে দেখা গেল ৯ জন শিল্পী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তারা জানাচ্ছেন বৃষ্টির কারণে সমস্যা তৈরি হয়েছে, এবং হচ্ছেও। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে দিতে। কারণ কাজ যদি শেষ না হয় মানুষকে আনন্দ দেওয়া যাবে না। আমরা কাজ করি ঠিকই, তবে আমরাও চাই আমাদের এই পরিশ্রম সফল হোক। শিলিগুড়ির জাতীয় তরুণ সংঘের পুজো মূলত বিখ্যাত হয়ে থাকে, প্রতিমা এবং তাদের আলোকসজ্জার জন্য। এবারেও তার কোনো রকম ব্যতিক্রম হবে না। আমরা বহুদিন আগের থেকেই তৈরি হয়েছি যাতে সঠিক সময় কাজটা সমাপ্ত করা যায়।
