অত্যন্ত মারাত্মক করোনার এই লক্ষণ! বিপদে পড়বেন অবহেলা করলেই
বেস্ট কলকাতা নিউজ :এখন বেশিরভাগ হাসপাতালগুলিতে রোগীদের লম্বা লাইন অথবা অক্সিজেনদের ঘাটতি চোখে পড়ছে মহামারীর দ্বিতীয় ঢেউ দেশজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছে তার ফলে।তবে এখন আবার এই রোগটির কারণে হালকা কিছু লক্ষণ দেখা দিচ্ছে মহামারীর বেশিরভাগ আক্রান্তদের মধ্যে। তবে গভীর লক্ষণ দেখা যাচ্ছে যারা বয়স্ক এবং যারা ডায়াবেটিস, ক্যান্সার অথবা কিডনি সংক্রান্ত কোন রোগে আগে থেকেই আক্রান্ত তাদের মধ্যে ।
বলা হচ্ছে যে এই ভাইরাসে বেশি মারা যাচ্ছেন (৮০ শতাংশ) ৬৫ বছর বয়স বা তার থেকে বেশি বয়সের রোগীরাই। এই ভাইরাসটি মূলত আঘাত করে মানুষের ফুসফুসে। যার ফলে ব্যথা এবং জ্বালা ভাব অনুভূত হয় তার বুকে।এমন পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। ডাক্তাররা বলছেন যে মহামারীর অন্যতম লক্ষণ হতে পারে এটি।তবে এর পাশাপাশি যদি কারো শ্বাসকষ্টের সমস্যা হয় তবে অন্যতম লক্ষণ সেটাও । একটি পরীক্ষায়বুকে ব্যথার সমস্যা দেখা দিয়েছে ১৭.৭% শতাংশ আক্রান্তদের মধ্যে ।
লক্ষ্য করা হয়েছে যে এই সমস্যা বেশি হয় ফুসফুসের আশেপাশে যে টিস্যুগুলো রয়েছে সেগুলি ফুলে যাওয়ার কারণে অথবা হার্ট ইঞ্জুরি থাকলে।করোনা ভাইরাস এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম নামক এক রিসেপ্টর এর মাধ্যমে আমাদের কোষে প্রবেশ করে এই ভাইরাসএর ফলে আমাদের ফুসফুস, হৃদয় এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এ সেটা ছড়িয়ে পড়ে।