অত্যাবশ্যকীয় ওষুধের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস সামিল হল এক জোরালো প্রতিবাদ মিছিলে
শিলিগুড়ি : আজকে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও স্বাস্থ্য বীমাতে জিএসটি প্রত্যাহারের দাবিতে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিলিগুড়ির রাজপথে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। এই মিছিলের নেতৃত্ব ছিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ সহ শিলিগুড়ি শহরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কাউন্সিলারাও।

এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান অনেকদিন হয়ে গেল কেন্দ্রীয় সরকার ওষুধের দাম নিয়ে দ্বিচারিতা করে যাচ্ছে। অথচ সাধারণ মানুষের প্রাণ চরম ওষ্ঠাগত। এক একটা ওষুধের দাম এতটা বেড়ে গেছে যে কিনবার সময় আপনি দেখতে পাবেন ওষুধের মূল্য বৃদ্ধির আশঙ্কা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জীবনটায়ী ওষুধের দাম যদি বাড়ে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? কি অবস্থা হবে? ভাবতে পারা যায়, ওষুধ এমনই একটা জিনিস যার কোন বিকল্প হয় না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা শিলিগুড়ির রাজপথে বেরিয়েছি , এই প্রতিবাদ আমি মনে করি শুধু আমাদের নয় গোটা দেশের মানুষের হওয়া উচিত । ওষুধের দাম বৃদ্ধি যে কতটা আতঙ্কিত করে রেখেছে মানুষকে , সেটা একমাত্র মানুষই বলতে পারবে। আজকে আমাদের এই প্রতিবাদ ওষুধের দাম মূল্য বৃদ্ধির জন্যই নয় , কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিকল্পনার চাপ যে সাধারণ মানুষকে নিতে হচ্ছে তার জন্য। ওষুধের দামের উপর জিএসটি এবং অন্যান্য কর লাগিয়ে ওষুধের দাম বাড়িয়ে তোলা হচ্ছে, এটা অন্যায় এর প্রতিবাদ হওয়া অত্যন্ত দরকার। আমি তাই প্রতিবাদ শুরু করেছি। জেলা সভাপতি এদিন আরো জানান বিভিন্ন জায়গায় ওষুধের দাম নিয়ে দ্বিচারিতা হচ্ছে আমার কাছে খবর এসেছে তাই প্রতিবাদ করা ছাড়া অন্য কোন উপায় নেই। এদিন মিছিলটি তৃণমূল কংগ্রেসের সদস্য এবং সমর্থকদের দিয়েই ভর্তি ছিল, ছিল সাধারণ মানুষের সমর্থন।