অনুষ্ঠিত হলো শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদের বিশেষ বৈঠক
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদের বৈঠক অনুষ্ঠিত হলো । এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, এবং রঞ্জন সরকার ছাড়াও শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলরেরা। মেয়র এদিন জানান নতুন বছরের শুরুতে বেশ কিছু পরিকল্পনা নিয়ে আমরা চলছি। তার মধ্যে শিলিগুড়ি কে স্মার্ট মেগাসিটি শহরে পরিণত করতে হবে আমাদের। এছাড়া যানজট কে শিলিগুড়ি মুক্ত করতে হবে। শিলিগুড়িতে জলের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। জলের সমস্যা নিয়ে মানুষ এমনকি বহুদিন ধরে আক্রান্ত। জল নিয়ে সাধারণ মানুষের বিরম্বনা দিনের পর দিন ক্রমশ বেড়েই চলেছে। তাই আমাদের দেখতে হবে জল নিয়ে যা সমস্যা আছে তার যাতে সমাধান হয়ে যায়।

মেয়র এদিন আরো জানান শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা জুড়ে চলছে অবৈধ পার্কিং , যার সমাধান করা সম্ভব হয়ে ওঠোনি, আমাদের প্রচেষ্টা থাকবে এই অবৈধ পার্কিং যাতে ঠিকভাবে রুখতে পারা যায় । মানুষের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দিতে হবে। মানুষের কাছে যেটা দরকার সেটা আমাদের পৌঁছে দিতে হবে। মেয়র এদিন আরো বলেন এইভাবে নির্মাণ, এবং জলের সমস্যা বাড়তে থাকলে আমাদের কোন সমাধান হবে না। তাই শিলিগুড়িতে উন্নত ও দূষণমুক্ত করতে হবে। আমাদের কাজ শিলিগুড়ি এবং তার আশেপাশের জায়গাগুলির মানুষের সমস্যার সমাধান করা। সেটাই আমাদের করতে হবে।