বনহুগলিতে ফেস শিল্ড তৈরি হচ্ছে করোনার প্রকোপ থেকে ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের রক্ষা করতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গোটা দেশজুড়েই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০ হাজারএ । কার্যত সংক্রমণ বাড়ছে চোখের নিমেষে।এমনকি ডাক্তার সহ স্বাস্থ্য কর্মীরাও আক্রান্ত হচ্ছেন করণের প্রকোপে। এই অবস্থায় করোনা মোকাবিলায় উত্তর ২৪ পরগনার বনহুগলির এমএসএমই সংস্থা এগিয়ে এসেছে দেশের ডাক্তার এবং নার্সদের করোনার হাত থেকে রক্ষা করতে।কেন্দ্রীয় এই সংস্থা সম্পূর্ণ ভাইরাস প্রতিরোধক হিসেবে ১ লক্ষ ফেস শিল্ড তৈরি করছে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য । একই সঙ্গে এই সংস্থায় তৈরি হবে করোনা টেস্ট কিটও। বরাত পেলে এই সংস্থা রাজ্যের হাসপাতাল গুলিকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটরও বানিয়ে দিতে পারে।

বর্তমানে কেন্দ্রীয় এই সংস্থায় ফেস শিল্ড তৈরির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। তবে উৎপাদন এখনও শুরু হয়নি। এই মুহূর্তে চলছে প্রাথমিক পর্যায়ের সমস্ত কাজ। করোনা মোকাবিলায় ডাক্তারদের এবং নার্সদের সুরক্ষার জন্য এবার রাজ্যের এমএসএমই সংস্থা তৈরি করছে সম্পূর্ণ ভাইরাস প্রতিরোধক অত্যাধুনিক ফেস শিল্ড। চলতি কথায় বলতে গেলে এটি হল একটি অত্যাধুনিক প্ৰটেকটিভ ডাক্তারি মাস্ক। সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি এই মাস্ক তৈরি করা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে প্লাস্টিক কেটে। তবে এই মাস্ক সাধারণের জন্যে নয়,এই ফেস শিল্ড ব্যবহার করবে শুধুমাত্র ডাক্তার ও নার্সরাই।হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থাঅত্যাধুনিক ১ লক্ষ ফেস শিল্ড তৈরির বরাত দিয়েছে উত্তর ২৪ পরগনার বনহুগলির এমএসএমই এই সংস্থাকে । দিন দুয়েকের মধ্যেই শুরু হবে উৎপাদন। একই সঙ্গে কোভিড ১৯ টেস্ট কিট এবং অত্যাধুনিক ভেন্টিলেটরও তৈরি করতে সক্ষম রাজ্যের এই সংস্থাটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *