অন্যায় করেছিলাম আগের জন্মে, সহ্য করতে হচ্ছে বিজেপির যন্ত্রণা’, আক্ষেপ প্রকাশ অনুব্রতর
বেস্ট কলকাতা নিউজ : নিশ্চয়ই কিছু অন্যায় করেছিলাম আগের জন্মে। তাই কেন্দ্রের বিজেপি সরকারের শাসনের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে” পরপর দুবার, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জেলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনভাবে কটাক্ষ করলেন বিজেপিকে।
তিনি আরও বলেন যে পুরো শেষ হয়ে গেল ভারতবর্ষ । ১০০ টাকা অতিক্রম করে গেছে পেট্রোলের দাম, এমনকি অগ্নিমূল্য ডিজেলেরও, এদিকে আগুন লেগেছে রান্নার গ্যাসের দামেও। খুব দুর্ভাগ্য যে দেশে প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি। তবে তিনি কটাক্ষ করেন আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির ডোঙা গঙ্গার জলে উল্টে যাবে বলেও। তবে তিনি আরও জানিয়েছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলবে বলেও। রবিবার বিকেলে বোলপুরের তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন জেলার দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। লাভপুরের বিধায়ক অভিজিত্ সিংহ সহ বীরভূম জেলার বিভিন্ন ব্লকের সভাপতি ও পুরসভার চেয়ারম্যানরা।