অবশেষে অযোগ্যদের পরীক্ষায় বসার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ৷ ওই অযোগ্যরা আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারবে না, বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েও দিয়েছে এসএসসি ৷ এদিকে কমিশনের এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অযোগ্যরা ৷ কিন্তু এবার সেখানেও সম্পূর্ণ খারিজ হয়ে গেল তাঁদের আবেদন৷ উল্লেখ্য ,২০১৬ সালে শেষবার শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন ৷ সেই পরীক্ষার ভিত্তিতে নিয়োগও হয়েছিল ৷ কিন্তু সেই নিয়োগের পুরো প্যানেল মাসকয়েক আগে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট ৷ নিয়োগে দুর্নীতির জন্য বাতিল হয় পুরো প্যানেল ৷ শীর্ষ আদালতের নির্দেশ মেনে নতুন করে শুরু হয় পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া ৷ অভিযোগ ওঠে, চিহ্নিত অযোগ্যরাও নতুন করে পরীক্ষায় বসার আবেদন করেছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *