অবশেষে আজ থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খুলল কোভিড বিধি মেনে
বেস্ট কলকাতা নিউজ : খুদেরা ফের স্কুলমুখী দু’বছর পর । আজ থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খুলল কোভিড বিধি মেনে। আজ থেকে স্কুলে যাবে প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা । অবশেষে প্রাথমিক স্তরের পড়ুয়াদের স্কুলে ফেরা পাড়ায় শিক্ষালয় বন্ধ হয়ে । কোভিড বিধি মেনেই আজ কমবেশি তিরিশ হাজার পড়ুয়া ফের স্কুলে গিয়ে পঠনপাঠনে মন দেয় । স্কুলে ক্লাস করে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরাও।শহরের পাশাপাশি স্কুল খুলল রাজ্যেও। খুদে পড়ুয়ারাও খুব খুশি দীর্ঘ দিন পর স্কুলে এসে। আর স্কুলে দেখে শিক্ষিকারাও খুশি পড়ুয়াদের ফের ।
অন্যদিকে,স্কুল বন্ধ ছিল প্রায় ২ বছর ধরে। পড়াশোনার ক্ষেত্রে ছোটরা অনেকটা পিছিয়ে পড়েছে। পরিস্থিতি এমনই যে, অনেকেই অক্ষরও চিনতে পারছে না! স্রেফ প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পঠনপাঠন শুরু করাই নয়, শিক্ষা দফতর পড়ুয়াদের জন্য এবার বিশেষ বই তৈরি করল। স্কুল খোলার পর শিক্ষকদের আগে সেই বই পড়ানোরও নির্দেশ দেওয়া হল।