অবশেষে ইডি- প্রাক্তন সিপিএম বিধায়ক, ইস্টবেঙ্গল কর্তা, নলিনী চিদম্বরমের সম্পত্তি বাজেয়াপ্ত করলো সারদা মামলায়
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা ৬ কোটি টাকার বেশি মূলের সম্পত্তি বাজেয়াপ্ত করল চিটফান্ড কান্ড সারদা মামলায়। এই সম্পত্তি উদ্ধার করে মূলত বাজেয়াপ্ত করা হয়েছে সিপিএমের প্রাক্তন বিধায়ক দেবেন বিশ্বাস, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, পি চিদম্বরমের স্ত্রী নলিনী-সহ একাধিক ‘সুবিধাভোগী’র কাছ থেকে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বিবৃতি দিয়ে জানিয়েছে, পিএমএলএ আইন অনুযায়ী, ৩ কোটি ৩০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি এবং ৩ কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেই মতো। সুবিধাভোগীদের তালিকায় রয়েছে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী, সিপিএমের প্রাক্তন বিধায়ক দেবেন বিশ্বাস, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার এবং অসমের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত অঞ্জন দত্তর নাম।