অবশেষে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নামল ভুয়ো আইএএস কাণ্ডে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গেল ভুয়ো আইএএস আধিকারিক কাণ্ডে তদন্তভার৷ ইতিমধ্যেই কসবা থানায় গোয়েন্দারা প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেছেন ধৃত দেবাঞ্জন দেবকে৷আরো জানা গেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ পরীক্ষা করবে দেবাঞ্জনের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রী, যেমন ভুয়ো সরকারি কাগজপত্র, একটি নীলবাতি লাগানো গাড়িসহ একাধিক সামগ্রীও। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে এমনকি বাজেয়াপ্ত হওয়া সামগ্রী। এর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে দেবাঞ্জন এই প্রকারের শিবিরের আয়োজন করেছিল আর কোন কোন এলাকায়৷ কে তাকে টাকা ফান্ডিং করত এই সব কর্মকাণ্ডের জন্য? কোন কোন ব্যক্তিদের সঙ্গে তার ওঠাবসা ছিল৷ কলকাতা পুলিশের গোয়েন্দারা খতিয়ে দেখবেন এই সমস্ত দিকও।
প্রসঙ্গত, মঙ্গলবার একটি টিকাকরণ শিবির চলছিল কসবার রাজডাঙা এলাকার ১০৭ নম্বর ওয়ার্ডে৷ ধৃত দেবাঞ্জন এই শিবির চালাচ্ছিল নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে৷ পরে দেবাঞ্জনকে গ্রেফতার করা হয় মিমি চক্রবর্তী ও জাভেদ খানের অভিযোগের ভিত্ত্বিতেই৷