অবশেষে কলকাতা-হাওড়াতে পুরভোট ১৯ ডিসেম্বরই , কমিশনের সম্মতি রাজ্যের প্রস্তাবে
বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘদিন ধরে কোনো পুরভোট হয়নি এ রাজ্যে । পুর-নির্বাচন বকেয়া পড়ে রয়েছে প্রায় তিন বছর ধরে। অবশেষে প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই। আর সেই প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন আরও একধাপ এগোল। রাজ্য নির্বাচন কমিশন অবশেষে সম্মতি জানালো রাজ্যের প্রস্তাবে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত সম্মতিপত্র পাঠানো হয়েছে পুর এবং নগরোন্নয়ন দফতরে। সবকিছু ঠিক থাকলে ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট হতে চলেছে রাজ্যের প্রস্তাব মতই। অর্থাৎ বলাই যেতে পারে যে ফের আরও একবার ভোটের দামামা বেজে গেল এ রাজ্যে।
রাজ্য সরকার পুরভোট করাতে চায় ডিসেম্বরেই। সূত্রের খবর রাজ্য সরকার নির্বাচন কমিশনকে চিঠি দেয় ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভা কেন্দ্রে ভোট করানোর জন্য। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয় নবান্ন ১৯ ডিসেম্বর পুরভোট এবং ২২ ডিসেম্বর ভোট গননার দিন নির্ধারণ করা হয়েছে। এই চিঠি দেওয়া হয় গত কয়েকদিন আগেই। আর নির্বাচন কমিশন নড়েচড়ে বসে সেই চিঠি পাওয়ার পরেই। সেই অনুযায়ী একই বৈঠক হয় ভোট করা নিয়ে। আর সেই বৈঠকেই ঠিক হয় ১৯ ডিসেম্বর ভোট করানো নিয়ে কোনও সমস্যা হবে না বলেই। আর এরপরেই রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের প্রস্তাবে সম্মতি দেয়। আর সেই সম্মতি জানিয়ে কমিশনের তরফে পাল্টা চিঠি দেওয়া হয় পুর এবং নগরোন্নয়ন দফতরে। সেই চিঠি আজ মঙ্গলবার নবান্নে পৌঁছেও যায়। উল্লেখ্য একুশের ভোটের আগে যে ভোটার তালিকা হয়েছিল ভোট করা হবে সেই তালিকা অনুযায়ী ।