অবশেষে কুণাল ঘোষের জামিন সারদা মামলায় , টুইটে উচ্ছ্বসিত তৃণমূল নেতা
বেস্ট কলকাতা নিউজ : তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ এতদিন অন্তর্বর্তী জামিনে মুক্ত ছিলেন সারদা মামলায়৷ গতকাল সোমবার এই তৃণমূল নেতা অবশেষে সিবিআইয়ের বিশেষ আদালতে জামিন পেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা মামলায়৷ গতকালই কুণাল ঘোষ সেই খবর জানিয়েছেন নিজে টুইট করে৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন, সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায় তাঁর জামিন মঞ্জুর করেছেন দু’তরফের বক্তব্য শোনার পরেই৷
উল্লেখ্য, কুণাল ঘোষ নিউজ এডিটরের দায়িত্বে ছিলেন সারদার এক সংবাদ চ্যানেলের৷ সেই সময় তিনি সারদার বেআইনি চিটফান্ডের টাকা তছরুপেও অন্যতম অভিযুক্ত ছিলেন৷ তাঁকে প্রথম গ্রেফতার করা হয় ২০১৩ সালের নভেম্বর মাসে৷ তার আগেই অবশ্য সিবিআই গ্রেফতার করেছিল সারদা কর্তা সুদীপ্ত সেনকেও৷ কুণাল ঘোষ সম্পর্কে গোয়েন্দারা জানতে পেরেছিলেন তাঁকে জেরা করেই৷ তার পর দীর্ঘ কয়েক বছর জেলে বন্দি থাকার পর কুণালের জেলমুক্তি হয় অন্তর্বর্তীকালীন জামিনে৷