অবশেষে জটিলতা কাটলো কোচবিহারের বিমান বন্দর নিয়ে , উড়লো ছোটবিমান
বেস্ট কলকাতা নিউজ : গত ২৭ জুলাই কোচবিহার বিমান বন্দরে একটি বিমান নামে । সাংসদ নিশীথ প্রামানিক কোচবিহারে আসেন এই বিমানে করে এবং ঘোষণাও করেন বিমান পরিষেবা চালুর কথা। কিন্তু অভিযোগ উঠেছে এই পরেই রাজ্য সরকার কোচবিহার বিমান বন্দর থেকে তাঁদের নিরাপত্তা কর্মীদের তুলে নেয় বলে । নিয়মিত পরিষেবা পাওয়া তো দুরস্ত, আরও জানা গেছে সেদিন কোচবিহারে আসা ওই ছোট বিমানটি উড়ে যাওয়ার জন্য কোনো ছাড়পত্রও পায় নি । এর ফলে টানা ৪৫ দিন বিমানটি অবস্থান করে কোচবিহার বিমান বন্দরেই । অবশেষে উড়ে যাওয়ার ছাড়পত্র মেলায় সোমবার বিকেলে কোচবিহার বিমান বন্দর থেকে উড়ে যায় ওই বিমানটি।
সাধারন মানুষ ভেবেছিল কোচবিহারে নিয়মিত বিমান পরিষেবা চালু হবে সাংসদ নিশীথ প্রামানিকের হাত ধরেই । কিন্তু বাস্তবে তা হয় নি। যদিও রাজ্য সরকারের অনিচ্ছাতেই এই পরিষেবা চালু করা যায় নি বলে সাংসদ তার মত ব্যাক্ত করেন । তিনি আরও বলেন, নিয়ম বহির্ভূত ভাবে রাজ্য সরকার বিমান বন্দর থেকে তার নিরাপত্তা তুলে নেওয়ায় সমস্যার সৃষ্টি হয়।