অবশেষে জল ঢোকা বন্ধ সুড়ঙ্গে, নতুন করে ফাটলের কোনো সম্ভাবনা নেই বউবাজারে, দাবি মেট্রোরেল কর্তৃপক্ষের
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে মেট্রোর টানেলে জল ঢোকা বন্ধ করা সম্ভব হল ফাটল নজরে আসার ৪৮ ঘণ্টা পর । মেট্রোর নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়াররা একথা জানালেন আজ, শুক্রবার সকালে। কেএমআরসিএল সূত্রে খবর, মেট্রোর কাজ চলাকালীন ১১টি পকেট দিয়ে টানেলে জল ঢুকছিল দেড় মিটার জায়গা জুড়ে। সেগুলি বন্ধ করা সম্ভব হয়েছে। এদিকে ইঞ্জিনিয়াররা দাবি করেছেন নতুন করে ফাটলের সম্ভাবনা নেই বলেও।
এদিন কলকাতা পুরসভা কেএমআরসিএল এবং কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে। ওই বৈঠকের পর ইঞ্জিনিয়াররা যাবেন এলাকার পরিদর্শনে ।বাড়িগুলি কিছুদিন খালি রাখা হবে নিরাপত্তার স্বার্থে । গ্রাউটিংয়ের কাজ শেষ হলে শুরু হবে মেরামতের কাজ । কেএমআরসিএল-এর হিসেব অনুযায়ী, ফাটল ধরেছে ৯টি বাড়িতে। যদিও কলকাতা পুরসভার দাবি, ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ১৪টি বাড়ি। বৈঠকে এই বিষয়টি ছাড়াও আলোচনা হবে বাড়ির মালিকদের ক্ষতিপূরণ নিয়েও। এদিকে বউবাজারে একাধিক বাড়িতে ফাটল ধরেছে মেট্রোর কাজের জেরে। স্থানীয়রা জানিয়েছেন বুধবার সন্ধের পর থেকে অন্তত ১০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে বলে। এই ঘটনায় এলাকাবাসী প্রশ্ন তুলছেন মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই ।