অবশেষে ডিসিজিআই’এর অনুমতি ভারত বায়োটেকের কোভিড ন্যাজাল টিকার ট্রায়ালের
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে ভারত বায়োটেক অনুমতি পেল নিজেদের তৈরি করোনা টিকার ন্যাজাল বুস্টার ডোজের চূড়ান্ত ট্রায়ালের৷ দেশের ড্রাগ নিয়ামক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) গতকাল শুক্রবার এই অনুমতি দিয়েছে ভারত বায়োটেককে ৷এদিকে ভারত বায়োটেকের আরও দাবি, কোভিড সংক্রমণ রুখতে সক্ষম তাদের তৈরি এই ভ্যাকসিন (BBV154) ৷ এমনকি সংস্থার দাবি কোভিড ভাইরাসের বিভিন্ন প্রজাতির বিরুদ্ধে এই ন্যাজাল টিকা বিশেষ কার্যকরী বলেও৷
জানা গিয়েছে, ভারত বায়োটেকের এই ন্যাজাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হবে দেশের ৯ টি স্থানে৷ প্রথম ডোজ, দ্বিতীয় ডোজের পাশাপাশি এই ট্রায়াল হবে এমনকি বুস্টার ডোজের জন্যও৷ সংস্থার আরও দাবি, তাদের করোনা ভ্যাকসিন কার্যকরী প্রাপ্ত বয়স্ক ও কমবয়সি প্রত্যেকের জন্যই৷ বছরে এই টিকার ১০০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি ৷ ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকেই বলা হচ্ছে দেশের প্রথম স্বদেশী করোনা টিকা৷ভারত বায়োটেকের তরফে এও জানানো হয়েছে, তারা দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সংস্থার চেয়ারম্যান কৃষ্ণা এল্লার নির্দেশ ও পরামর্শ মেনে দেশীয় প্রযুক্তিতে টিকা উৎপাদন করে৷