অবশেষে দুয়ারে রেশন চালু হয়ে গেল পরীক্ষামূলকভাবে, খুশি এমনকি গ্রাহকরাও
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে চালু হয়ে গেল এ রাজ্যের মুক্ষমন্ত্রীর সাধের দুয়ারে রেশন প্রকল্প। বুধবার মহিষাদলে দুয়ারে রেশন প্রকল্প চালু হল একরকম পরীক্ষামূলকভাবেই। বিধানসভা নির্বাচনের আগে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তৃণমূল সরকার রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এলে সরকার পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে , দেওয়া হবে দুয়ারে রেশন। এমনকি ঘোষণা করা হয়েছিল ১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হবে দুয়ারে রেশনের পাইল্ট প্রোজেক্ট।
সেই মতো এদিন ব্লক প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী তুলে দেয় মহিষাদল ব্লকের ৫ টি রেশন ডিলারের পক্ষ থেকে। উপস্থিত ছিলন মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, লক্ষ্যা- ২ গ্রামপঞ্চায়েতের প্রধান সীমা মাইতি, উপপ্রধান সুদর্শন মাইতি সহ অন্যান্যরা। এদিকে বাড়িতে বসে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে খুশি এমনকি গ্রাহকেরাও। মহিষাদল পঞ্চায়েত সমিতির হবু সভানেত্রী, শিউলি দাস আরও বলেন, ‘ আজ থেকে চালু হল দুয়ারে রেশন প্রকল্প। খুব খুশি এমনকি মানুষও।