অবশেষে নিউটাউনে বেআইনি ২৬ তলা টাওয়ার ভাঙার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট
বেস্ট কলকাতা নিউজ : ভেঙে ফেলতে হবে কলকাতার নিউটাউনে অবস্থিত ২৬ তলা উঁচু বেআইনি টাওয়ার । মঙ্গলবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ নির্দেশে আরও জানিয়েছে, ওই বেআইনি নির্মাণ গড়ে তোলার জন্য যে ইঞ্জিনিয়াররা নকশা অনুমোদন করেছিলেন এবং নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) যে সমস্ত আধিকারিকরা ও প্রোমোটার সংস্থা এই নকশা অনুমোদনে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে রাজ্য ভিজিল্যান্সকে তদন্ত করতে হবে । এছাড়াও নির্দেশে আরও বলা হয়েছে যে, দু’মাসের মধ্যে প্রোমোটার সংস্থাকে ওই ২৬ তলা উঁচু টাওয়ার ভাঙতে হবে । প্রোমোটার যদি না পারে এনকেডিএকে ওই টাওয়ার ভাঙতে হবে এবং খরচ দেবে প্রোমোটার সংস্থা । ওই টাওয়ারের যে সমস্ত ফ্ল্যাট ইতিমধ্যেই বিক্রি করা হয়েছে, যারা সেই ফ্ল্যাট কিনেছেন তাঁদের কেনার দিন থেকে বার্ষিক ৭ শতাংশ সুদ-সহ সেই টাকা প্রোমোটার সংস্থাকে ফেরত দিতে হবে ।

আদালত সূত্রে জানা যাচ্ছে, ২০০৭ সালে একটি সংস্থা ওই জমি কেনে । স্থির হয় ১৫ টি টাওয়ার তৈরি হবে । প্রতিটিতে ২৩ তলা করে থাকবে । সব মিলিয়ে ১ হাজার ২৭৮ টি ফ্ল্যাট তৈরি হবে । সেইমতো ফ্ল্যাট বিক্রি হয় । ২ ০ ১ ৪ সালে প্রথম মালিক সংস্থা অন্য একটি সংস্থাকে জমি হস্তান্তর করে । ২০১৫ সালে এনকেডিএ ১ হাজার ২৭৮ টি ফ্ল্যাটের বাসিন্দাদের আংশিক দখলের শংসাপত্র (অকুপেন্সি সার্টিফিকেট দেয়)। ২০১৫ সালেই বাসিন্দাদের না জানিয়ে নতুন মালিক সংস্থা ২৬ তলা টাওয়ার তৈরির আবেদন করে ও মূল নকশা বদল করে। বাসিন্দারা টাওয়ারটি নিয়ে এনকেডি-র কাছে অভিযোগ জানালেও তা গ্রাহ্য করা হয়নি । এনকেডি-র কাছে আসল নকশার প্রতিলিপি চাওয়া হলেও দেওয়া হয়নি । বাধ্য হয়ে বাসিন্দারা মামলা করেন কলকাতা হাইকোর্টে ।