অবশেষে নিমতা থানার পুলিশ কিনারা করল সুমন মাসির খুনের , গ্রেফতার হল দুই বৃহন্নলা
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে নিমতা থানার পুলিশ কিনারা করল দমদমে বৃহন্নলাদের গোষ্ঠী সংঘর্ষে খুনের ঘটনার ।এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ২ জন বৃহন্নলাকেও। এখনও পলাতক একজন। ধৃতরা হলেন শেখ আকবর ওরফে ছোট্টু এবং মহম্মদ হোসেন। খুন এবং অস্ত্র মামলার একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। মঙ্গলবার ধৃতদের তোলা হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতে। নিমতা থানার পুলিশ আবেদন করেছে তাদের সাত দিনের হেফাজতের জন্য। উল্লেখ্য, রবিবার রাতে সুমন ধর রহস্যজনক ভাবে খুন হন। বৃহন্নলা সমাজে তিনি পরিচিত সুমন মাসি নামেই।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণ্ডগোলের সূত্রপাত শুরু হয় দলের পাণ্ডা কে হবেন, কার দখলে এলাকা থাকবে তা নিয়েই। এলাকায় দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষও চলে টানা তিন ঘণ্টা ধরে। জানা গিয়েছে সেই সংঘর্ষের জেরেই সুমন গুলিবিদ্ধ হন ছোট ফিঙ্গা অঞ্চলের সাবিত্রী পল্লীতে।এমনকি তিনটে গুলি লাগে তাঁর পিঠে। মোট চার জনের নামে অভিযোগ দায়ের হয় এই ঘটনায়। নিমতা থানার পুলিশ সেদিনই রাতে শেখ আকবর ওরফে ছোট্টুকে আটক করে এই ঘটনায়। গতকাল মহঃ হোসেনকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় তাদেরকে। পুলিশ সূত্রের খবর,ওই দুজনই খুনের কথা স্বীকার করে নিয়েছেন প্রবল জেরার মুখে পড়ে।