সংক্রমণ ক্রমশ বাড়ছে দেশে, কেন্দ্র বন্ধ করল ‘কোভিশিল্ড’-এর রফতানি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ দেশে দ্রুত গতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে । এমনকি বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা করছে দেশে করোনার দ্বিতীয় ঢেউ বিপজ্জনক আকার নিতে পারে বলে। কেন্দ্রীয় সরকার বড়সড় পদক্ষেপ নিল দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথায় মাথায় রেখেই । আপাতত নিষেধাজ্ঞা জারি করা হল করোনার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর রফতানিতে।

দেশে করোনার সেকেন্ড ওয়েভ চলছে এই মুহূর্তে । এমনকি সংক্রমণ ছড়াচ্ছে রাজ্যে-রাজ্যেও। দেশে এই মুহূর্তে আপাতত দেওয়া হচ্ছে দুটি ভ্যাকসিন। একটি অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি ‘কোভিশিল্ড’। এছাড়াও দেশজুড়ে দেওয়া হচ্ছে ভারত বায়োটেক ও আইসিএমআর-এর তৈরি কোভ্যাকসিনও।কিন্তু সংক্রমণ ফের বিপজ্জনক আকার নিতে শুরু করেছে দেশের একাধিক রাজ্যে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে।এখনই সতর্ক না হলে সবার জন্য অপেক্ষা করে রয়েছে আরও ভয়াবহ সময়। হোলির আগে ফের গোটা দেশে লাগামছাড়া হয়েছে সংক্রমণ। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে ৫৩ হাজার ৪৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। গত ২৪ ঘণ্টায় দেশে ২৫১ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *