অবশেষে বনমন্ত্রী জৌতিপ্রিয় মল্লিক গ্রেফতার হলেন ইডির হাতে , ‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম’ জানালেন বনমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জৌতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে ২১ ঘন্টা তল্লাশির পর অবশেষে গ্রেফতার হলেন।’গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি’, ইডি দপ্তরে ঢোকার আগে জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক।
বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বিসি ব্লকের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে তাঁর বাড়ি। টানা ২১ ঘণ্টা ধরে চলে জোর তল্লাশি। শেষমেশ গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয়কে। সময় যত গড়াতে থাকে ততই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে বাড়তে থাকে ভিড়। সন্ধ্যার দিকে বিধাননগর উত্তর থানার আইসি প্রতীক বসুকে ডেকে পাঠান ইডি আধিকারিকরা। এর পরই জ্যোতিপ্রিয়র বাড়ির দুই দিকের রাস্তার মোড়ে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। ওই রাস্তায় পথচলতিদের গতিবিধিও নিয়ন্ত্রণ করা হয়। স্থানীয় বাসিন্দা ছাড়া কাউকেই ওই রাস্তায় ঢুকতে দেওয়া হয়নি। রাত সাড়ে নটা নাগাদ মন্ত্রীর বাড়ির আশপাশে বাড়ানো হয় কেন্দ্রীয় বাহিনীও।