অবশেষে মোহভঙ্গ বিজেপিতে, শুভেন্দু ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ক ফিরলেন তৃনমূলে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন । ২৩ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল।জোর কদমে চলছে জয়ের প্রস্তুতি। আর তার সাথেই পাল্লা দিয়ে চলছে দল বদলের খেলা। ভোটপূর্বে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন বহু নেতা-কর্মী।
পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের কার্যালয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির উপস্থিতিতে সাদরে ঘাসফুলে যোগদান করলেন রঞ্জিত মন্ডল।এদিনের সভায় কারামন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণকুমার মাইতি, সভাধিপতি উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশচন্দ্র বেজ, চেয়ারম্যান অভিজিত্ দাস প্রমুখ।
প্রসঙ্গত, রাজনীতির ময়দানে এই রণজিত্ মণ্ডল বিরোধী দলনেতা শুভেন্দু ঘনিষ্ট বলেই বেশ পরিচিত। ২০২১ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের সময় থেকেই খবর ছড়িয়ে পড়ে যে রণজিত্ও যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে।তবে কখনোই তাঁকে বিজেপিতে কোনোরকম সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। অন্যদিকে, এদিন তাঁর তৃণমূলে যোগদানের পর কারামন্ত্রী জানান, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘরের ছেলে ঘরে ফিরল। রণজিত্ খুব ভালো সংগঠক। এবার থেকে তাঁকে সংক্রিয় ভূমিকায় দেখা যাবে। ‘