অবশেষে রাজ্য সরকার কমাল আরটি-পিসিআর টেস্টের খরচ
বেস্ট কলকাতা নিউজ : নমুনা পরীক্ষা ভীষণ জরুরি করোনায় সংক্রামিত রোগীদের দ্রুত শনাক্ত করতে।আর তা সরকারি হাসপাতালগুলির পাশাপাশি হত মূলত নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালগুলিতেই। কিন্তু দেখা যেত টেস্টের খরচ বেশি নিত বেসরকারি সংস্থাগুলো ।এমনকি ভুরি ভুরিও রয়েছে এই অভিযোগ।এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নমুনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। আর রাজ্য সরকার আরটি-পিসিআর টেস্টের খরচ বেঁধে দিল এই পরিস্থিতিতে ।নবান্নের তরফে জানানো হয়েছে, আগে আরটি-পিসিআর টেস্টের জন্য খরচ হত ৯৫০ টাকা। এখন এক ধাক্কায় কমিয়ে দেয়া হল ৪৫০ টাকা। এর ফলে এ বাবদ খরচ করতে হবে ৫০০ টাকা ।